
ওশান নিউজ প্রতিবেদক : দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন আর একাগ্র
প্রচেষ্টার ফলস্বরূপ অবশেষে যাত্রা শুরু করল দেশের অন্যতম নতুন দুগ্ধজাত পণ্যের
ব্র্যান্ড ‘Ocean Dairy’।
সেরা স্বাদ ও গুণের প্রতিশ্রুতি’ নিয়ে এই ব্র্যান্ডের
আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক উজ্জ্বল ও উৎসবমুখর আয়োজনে।
২৪ অক্টোবর শুক্রবার রাজশাহীতে দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, অতিথি ও
শুভানুধ্যায়ীরা।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয় ‘Ocean Dairy’-এর। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, আনন্দ, শুভেচ্ছা আর অনুপ্রেরণার ছোঁয়া।
অনুষ্ঠানে ‘Ocean Dairy’-এর উদ্যোক্তারা বলেন, আমাদের স্বপ্ন ছিল একটি বিশ্বস্ত নাম তৈরি করা যে নামের সঙ্গে থাকবে বিশুদ্ধতা, গুণমান আর ভালোবাসা। আমরা বিশ্বাস করি, ভোক্তাদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই ব্র্যান্ডের সাফল্য কামনা করেন এবং দেশীয় দুগ্ধজাত শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন। ‘Ocean Dairy’ কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিটি পণ্যে থাকবে সর্বোচ্চ মান বজায় রাখার নিশ্চয়তা। গরুর দুধ থেকে শুরু করে ঘি, মাখন, দই সব পণ্যই প্রস্তুত হবে আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যবিধি মেনে।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলে ও যারা দূর থেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতিও জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ‘Ocean Dairy’ বিশ্বাস করে, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রেরণা যা আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করবে।
শেষে আয়োজকরা বলেন,
আমরা চাই ‘Ocean Dairy’
শুধু একটি ব্র্যান্ড নয়,
বরং একটি বিশ্বাস হয়ে উঠুক বিশুদ্ধতা,
গুণমান ও ভালোবাসার প্রতীক হিসেবে।